সৈকতে ভেসে এলো ৩ জনের ম(রদেহ

বঙ্গোপসাগরের সৈকতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের সমিতিপাড়ার সৈকতে একজন ও ইনানী সৈকতে ট্রলারডুবির ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।


জেলা ফিশিং বোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সকালে সমিতিপাড়ায় সৈকতের বালিয়াড়িতে একটি ও ইনানী সৈকতে দুজনের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা বিচকর্মী ও লাইফগার্ডদের খবর দেন। এরপর তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের ট্রলারডুবিতে মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ফিশিং বোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক।

Post a Comment

0 Comments