সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষকরাও এখন মাসের প্রথম দিনই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এমপিওভুক্ত স্কুল-কলেজের কিছু শিক্ষক-কর্মচারী, যারা এরইমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ইএফটিতে বেতন পাওয়ার জন্য সঠিক তথ্য দিয়েছেন, তাদের বেতন ইএফটিতে পাঠানো শুরু হবে। ধীরে ধীরে অন্য শিক্ষক-কর্মচারীদেরও এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, এতদিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অনেকটা ‘এনালগ’ পদ্ধতিতে ছাড় হতো। এতে শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হতো। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও বেতন-ভাতা জোটে তাদের। ফলে সরকারি কর্মীদের মতো মাসের শুরুতে ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা।
0 Comments